বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

করোনার বিরুদ্ধে শিল্পকর্ম নিয়ে শিল্পীরা

সাংস্কৃতিক প্রতিবেদক

করোনার বিরুদ্ধে শিল্পকর্ম নিয়ে শিল্পীরা

‘করোনার বিরুদ্ধে শিল্প’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীতে দর্শকরা। গতকাল শিল্পকলা একাডেমি থেকে তোলা -বাংলাদেশ প্রতিদিন

শিল্পকে সঙ্গী করে চরম এই দুঃসময়েও সাংস্কৃতিক অঙ্গনকে উজ্জীবিত রাখার প্রত্যয়ে নিজেদের শিল্পকর্ম নিয়ে ‘করোনার বিরুদ্ধে শিল্প’ শীর্ষক প্রদর্শনীতে নিজ নিজ সৃজনশীলতা তুলে ধরেছেন শিল্পীরা। গতকাল শিল্পকলা একাডেমির চিত্রশালায় শুরু হয় মাসব্যাপী এ প্রদর্শনী।

প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি সচিব মো. বদরুল আরেফীন এবং চিত্রশিল্পী জামাল আহমেদ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় স্বাগত বক্তৃতা করেন একাডেমির সচিব মো. নওসাদ হোসেন।

ড. এ কে আবদুল মোমেন বলেন, বাঙালি বীরের জাতি। করোনার এই দুর্যোগে প্রমাণ করেছি আমরা বিজয়ী জাতি। মহামারী প্রতিরোধসহ অর্থনীতির চাকা সচল রাখতে দক্ষতার পরিচয় দিয়েছি। যা সারা বিশে^র কাছেই দৃষ্টান্ত হয়ে উঠেছে। বিশ^ব্যাংক বলেছিল এ দুর্যোগে পৃথিবীর কোনো দেশই ৩.৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পারবে না। বাংলাদেশ ৫.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এটা অভাবনীয়।

কে এম খালিদ বলেন, শিল্পকর্মের মাধ্যমে আমাদের শিল্পীরা মহামারীর বিরুদ্ধে লড়েছেন। তাদের ছবি আমাদের ভাবায়, প্রেরণায় উদ্বুদ্ধ করে। তাদের ক্যানভাসে উঠে এসেছে আমাদের নানা পর্যায়ের লড়াইয়ের চিত্র। পৃথিবীর আর কোনো দেশের শিল্পীরাই করোনার বিরুদ্ধে এভাবে সাড়া দেননি যেভাবে বাংলাদেশের শিল্পীরা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর