বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

৪২৯ কোটি টাকার চার দরপ্রস্তাব অনুমোদন

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রায় ৪২৯ কোটি টাকা ব্যয়ে চারটি দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি সভায় এ অনুমোদন দেওয়া হয়। এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির সভায় একটি দরপ্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরে অর্থমন্ত্রী এ বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফিং করেন। অনুমোদিত চারটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৪২৮ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ২১২ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১৭৬ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ২৮৫ টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ২৫২ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯২৭ টাকা।

অর্থমন্ত্রী জানান, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত প্রস্তাবগুলো হলো : ঢাকা ওয়াসার অধীন ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় প্যাকেজের কাজের জন্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান জার্মানির লডউইং পিফিফার হোচহান্ড টিফবাউ জিএমবিএইচকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬৪ কোটি ৯ লাখ ৪ হাজার ৪১৯ টাকা। এ প্যাকেজের আওতায় মডস জোন-৭ এলাকায় ১৬৩.৯৫ কি.মি. পানির লাইন পুনর্বাসন করে সাতটি ডিস্ট্রিক্ট মেটারড এরিয়া কমিশনিংসহ এক বছর পর্যন্ত নেটওয়ার্ক অপারেশন এবং রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।

এলজিইডির আওতাধীন রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টে প্রকল্প বাস্তবায়ন সহায়তা পরামর্শক হিসেবে তিনটি কোম্পানিকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮৮ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ৫০৮ টাকা।

‘বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার (নিউ ধলেশ্বরী-পুংলী-বংসাই-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম) (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের পূর্তকাজ সম্পাদনে জয়েন্ট ভেঞ্চার অব  কোম্পানি এলএ ও টিটিএলএকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫০ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৩৩০ টাকা।

পালবাড়ী-দড়াটানা-মনিহার-মুড়ালী জাতীয় মহাসড়ক (এন-৭০৭)-এর মনিহার হতে মুড়ালী পর্যন্ত ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউপি-০১ এর পূর্তকাজ সম্পাদনে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান জয়েন্ট ভেঞ্চার আতাউর রহমান খান লিমিটেড ও মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৫ কোটি ৫২ লাখ ১২ হাজার ৯৫৫ টাকা।

এর বাইরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ ‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিং’ প্রকল্পটি রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বেলজিয়ামভিত্তিক ড্রেজিং কোম্পানি জান ডে নুলের মাধ্যমে সরকারি ক্রয় পদ্ধতিতে ড্রেজিং-এর জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর