বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জমে উঠছে ঢাকা-১৮ উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

যতই দিন ঘনিয়ে আসছে জমে উঠছে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত প্রধান দুই দলের প্রার্থী, কর্মী-সমর্থকরা ঘাম ঝরাচ্ছেন নির্বাচনী প্রচারকাজে। গতকাল চামুরখান ও কাঁচকুড়া, ৪৪ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচার চালান আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। এ সময় তিনি অভিযোগ করেন, আমি যেদিকেই যাচ্ছি, সেদিকেই ব্যাপক সাড়া পাচ্ছি। কিন্তু বিএনপি জনগণকে ভোট কেন্দ্রে আসতে বাধা দিতে পারে। এদিকে গতকাল নির্বাচনী প্রচার শুরুর আগে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ গায়ে পড়ে ঝামেলার চেষ্টা করছে। ভোটে বাধা দিতে পারে বিএনপি : হাবিব হাসান : উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোহাম্মদ হাবিব হাসান বলেছেন, বিএনপি-জামায়াত চক্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বিএনপির নেতা-কর্মীরা সাধারণ জনগণকে ভোট দানে বাধা সৃষ্টি করতে পারে। তবে আমাদের নেতা-কর্মীরাও এসব ব্যাপারে সচেষ্ট রয়েছে। সাধারণ জনগণ যেন ভোট কেন্দ্রে পৌঁছাতে পারে, আমাদের দলীয় নেতা-কর্মীরা সেই ব্যবস্থা করবে। গতকাল নির্বাচনী এলাকার চামুরখান ও কাঁচকুড়া, ৪৪ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা প্রলয় সমদ্দার বাপ্পি, আবদুল আওয়াল শেখ, উত্তরখান থানা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ গায়ে পড়ে ঝামেলার চেষ্টা করছে : জাহাঙ্গীর : উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, মঙ্গলবার আমার বাসার সামনে এসে অনেকক্ষণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করেছেন। সেখানে আমাদেরও কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আসলে আওয়ামী লীগ গায়ে পড়ে ঝামেলা করার চেষ্টা করছে। তবে আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না। এ সময় জাহাঙ্গীরের সঙ্গে ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক দলের উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিয়াজ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর