রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র

বিক্ষোভ অব্যাহত সারা দেশে

নিজস্ব প্রতিবেদক

বিক্ষোভ অব্যাহত সারা দেশে

ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে গতকাল টঙ্গীতে বিক্ষোভ সমাবেশ করেন ধর্মপ্রাণ মুসলমানরা -বাংলাদেশ প্রতিদিন

ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বাংলাদেশে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইসলামী সংগঠনগুলোর প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। সমমনা ইসলামী দলগুলো আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে সমমনা ইসলামী দলগুলো আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী জাতীয় সংসদের অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করার দাবি জানান। হেফাজতে ইসলাম : বৃহত্তর উত্তরা হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছে।

ওলামায়ে কেরামরা বলেছেন, ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে রসুল (সা.)-এর যে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে তাতে প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। গোটা বিশ্বের মুসলমানরা ক্ষোভে ফুঁসছে। মাওলানা নাজমুল হাসানের সভাপতিত্বে এবং মুফতি জহির ইবনে মুসলিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুফতি কেফায়েতুল্লা আযহারী, মুফতি ওয়াহিদুল আলম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা আক্তার উজ্জামান প্রমুখ।

নেজামে ইসলাম পার্টি : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ঢাকা মহানগররী জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে। সভাপতির বক্তব্যে পার্টির ঢাকা মহানগর আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু তাহের খান বলেন, বিশ্ব মানবতার অগ্রদূত মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী ফ্রান্সের তৈরি সব পণ্য বর্জন করতে হবে। আরও বক্তব্য রাখেন মাওলানা মুফতি মুসা বিন ইযহার, মুফতি ফরহাদ আলম, মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী প্রমুখ।

খেলাফত মজলিস : সারা দেশে খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলপূর্ব সমাবেশ থেকে ফ্রান্সকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে এ দেশে ফরাসি পণ্য বর্জনের দাবি জানানো হয়। এ ছাড়া জাতীয় সংসদে মহানবীর (সা.)-এর অবমাননার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করার দাবি জানানো হয়। নারায়ণগঞ্জ, বরিশাল মহানগরী, চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার, পটুয়াখালী, ভোলা, ময়মনসিংহ, গাইবান্ধা, হবিগঞ্জ (নবীগঞ্জ), সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর