রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পদ্মা সেতুর দৃশ্যমান পাঁচ হাজার ২৫০ মিটার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর দৃশ্যমান পাঁচ হাজার ২৫০ মিটার

পদ্মা সেতুতে বসানো হয়েছে ৩৫তম স্প্যান। গতকাল দুপর ২টা ৪০ মিনিটে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৮ ও ৯ নম্বর পিয়ারে বসানো হয় স্প্যানটি। এর ফলে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ২৫০ মিটার অংশ। ৩৪তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায় ৩৫তম স্প্যানটি বসানো হলো। ৩৫তম স্প্যান বসে যাওয়ায় সেতুতে বসতে বাকি রইল মাত্র ছয়টি স্প্যান। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের জানান, শনিবার সকাল ৭টায় স্প্যানটি বসানোর কর্মযজ্ঞ শুরু হয়। সকাল ৯টা ১৫ মিনিটে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়াইন-ই ১৫০ মিটার দৈর্ঘ্যরে স্প্যানটি নিয়ে রওনা হয়। সকাল থেকে পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগে ৭ ঘণ্টা ৪০ মিনিট।

৩৫তম স্প্যানটি ৩০ অক্টোবর শুক্রবার বসানোর পূর্বপরিকল্পনা ছিল। তবে পিয়ার ৮ ও ৯-এর এলাকায় নদীতে পলি এসে জমলে নাব্য সংকট তৈরি হয়। ফলে ভাসমান ক্রেন চলাচল অসম্ভব হয়ে পড়ে। পরে ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য সমস্যার সমাধান করে ক্রেন চলাচলের উপযোগী করা হয়। এতে পূর্বনির্ধারিত শিডিউল থেকে এক দিন পিছিয়ে বসানো হলো স্প্যানটি। ৩৫তম স্প্যানটি বসানো হওয়ায় বাকি থাকল আর মাত্র ছয়টি স্প্যান। সেতুতে বসানোর বাকি থাকা ছয়টি স্প্যান মাওয়া প্রান্তে বসানো হবে। ইতিমধ্যেই জাজিরা প্রান্তে সব স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৪ নভেম্বর সেতুর ২ ও ৩ নম্বর পিয়ারে ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর