রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস আজ

পুরস্কার পাবেন ২১ সফল আত্মকর্মী

নিজস্ব প্রতিবেদক

আজ বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এ বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবসের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস, ২০২০।’ এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। আজ সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মধ্য থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২১ জন সফল আত্মকর্মী যুবক ও পাঁচ জন যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। এছাড়া উন্মোচন করা হবে যুব দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও খাম ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর