শিরোনাম
রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিদেশযাত্রীদের দালালের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দালালদের মাধ্যমে বিদেশে গিয়ে অনেকে বিপদে পড়েন। সে জন্য দালালদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দালালদের অপতৎপরতা নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দালালদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশযাত্রা ঠেকাতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অনেক লোক দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন। গতকাল নগরীর রিকাবিবাজার পুলিশ লাইনসে সিলেট জেলা পুলিশ আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ প্রমুখ।

 এদিকে গতকাল সকাল ১০টায় সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে মহানগর পুলিশ আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সালেহ আহমদ, মদন মোহন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বানী অর্জ্জুন, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর