রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

স্বাধীনতা দিবসে আসছে ‘অপারেশন সুন্দরবন’

সংবাদ সম্মেলনে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

জলদস্যু ও বনদস্যুমুক্ত সুন্দরবনের প্রেক্ষাপট নিয়ে তৈরি হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপনের চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। এর কাজ একেবারে শেষ পর্যায়ে। তাই এটি মুক্তির সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত করেছে ছবিটির প্রযোজক র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী ২৬ মার্চ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। গতকাল র‌্যাব সদর দফতরে ছবিটির অগ্রগতি ও সার্বিক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা মোট তিনটি ভাগে চলচ্চিত্রটির শুটিং শেষ করতে যাচ্ছি। আশা করছি স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৬ মার্চ চলচ্চিত্রটি মুক্তি দিতে পারব। “অপারেশন সুন্দরবন” লাভজনক নয়, সমাজ সংস্কারমূলক চলচ্চিত্র। সুন্দরবনের যেসব দস্যু স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তাদের জীবন যাপনের মান উন্নয়নে চলচ্চিত্র থেকে উপার্জিত মুনাফা ব্যয় করা হবে। সুন্দরবন জলদস্যুমুক্ত হওয়ায় বাঘ, হরিণের সংখ্যা সেখানে বেড়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষের জীবনযাপন অনেকটা স্বাভাবিক হয়েছে।’ ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে র‌্যাব পরিচালককে প্রধান সমন্বয়কারী করে সুন্দরবনের জলদস্যু দমনের টাস্কফোর্স গঠন করা হয়। এর মাধ্যমে শুরু হয় জলদস্যু মুক্তকরণ প্রক্রিয়া। লিড এজেন্সি হিসেবে র‌্যাব ২০১২ সাল থেকে সুন্দরবনে জোরালোভাবে অভিযান পরিচালনা করে আসছে। এতে গ্রেফতার হয় ২৬২ জন জলদস্যু। একের পর এক অভিযানে ফেরারি জীবনের অবসান ঘটিয়ে আত্মসমর্পণের পথ বেছে নেয় জলদস্যুরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর