রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উত্তরায় সন্ত্রাসী হামলার শিকার বিএমএ নেতা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় নিজের তিনটি ফ্ল্যাটের কাজ দেখতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর নেতা ডা. হুমায়ুন কবির। গতকাল সন্ধ্যার দিকে সেক্টর-১২, রোড-১, ৮০ নম্বর বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তিনি টঙ্গী সরকারি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ করেছেন ডা. হুমায়ুন কবির। অভিযোগে তিনি বলেন, তিনি বিএমএ ঢাকা মহানগরীর নির্বাচিত কাউন্সিলর। ১ কোটি ২০ লাখ টাকা চুক্তিতে উত্তরার সেক্টর-১২, রোড-১, বাড়ি-৮০- এ ঠিকানায় তিনটি ফ্ল্যাট কেনেন তিনি। ইতিমধ্যে ৬৭ লাখ টাকা জমির মালিক আবদুর রহমানকে পরিশোধ করেছেন। গতকাল সন্ধ্যায় ফ্ল্যাট দেখতে গেলে আবদুর রহমান, তার শ্বশুর আলতাবুর রহমান, শ্যালক আল আমিনসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয় জন তার ওপর হামলা করেন। এ ছাড়া তারা তাকে হত্যার হুমকি দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর