সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষায় ৪০ স্বেচ্ছাসেবক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষায় ৪০ স্বেচ্ছাসেবক

বগুড়ার সোনাতলায় শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন। হুমকির মুখে শতবছরের মসজিদসহ বিস্তীর্ণ এলাকা। ছবিটি গতকাল পাকুল্লা এলাকা থেকে তোলা -বাংলাদেশ প্রতিদিন

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছ ও জীববৈচিত্র্যের অনুপম অনুষঙ্গ ডলফিন রক্ষায় কাজ করবেন ৪০ জন স্বেচ্ছাসেবক। হালদা নদীর চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান উপজেলা এলাকা থেকে নিয়োগকৃত ৪০ জন স্বেচ্ছাসেবক এখন থেকে নদীটি পাহারা দেবেন। গতকাল দুপুরে হালদা নদীর গড়দুয়ারা এলাকায় উন্নয়ন সংস্থা আইডিএফ অফিসে স্বেচ্ছাসেবকদের মা মাছ ও ডলফিন রক্ষার শপথ পাঠ করানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিচার্স ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া এ শপথ পাঠপূর্বক প্রয়োজনীয় পরামর্শ দেন। অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘হালদা এলাকার চেয়ারম্যান-ইউপি সদস্য ও মৎস্য কর্মকর্তার মাধ্যমে ৪০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়। তারা মৎস্য প্রজনন এলাকার প্রায় ৩০ কিলোমিটার নদী পাহারা দিবেন।

এ ব্যাপারে শপথ ও পরিচিতি অনুষ্ঠানে তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর