সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
স্মরণসভায় প্রধান বিচারপতি

আমরা একেকটা মণিমুক্তা হারিয়ে ফেলছি

নিজস্ব প্রতিবেদক

প্রয়াত ব্যারিস্টার রফিক-উল হককে স্মরণ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, মনে হচ্ছে আমরা একেকটা মণিমুক্তা হারিয়ে ফেলছি। তিনি বলেন, একেকটা মণিমুক্তা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এটা পূরণ হচ্ছে কি না তা নিয়ে আমি সন্দিহান। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ব্যারিস্টার রফিক-উল হকের পরিবার আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। এরশাদ সরকার আমলের অ্যাটর্নি জেনারেল রফিক-উল হক গত ২৪ অক্টোবর মারা যান। তিনি ৬০ বছরেরও বেশি সময় ধরে আইন পেশায় জড়িত ছিলেন। প্রধান বিচারপতি বলেন, আইনের এমন কোনো শাখা নেই যেখানে ব্যারিস্টার রফিক-উল হকের বিচরণ ছিল না।

আইনের প্রত্যেক শাখা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পড়লে ব্যারিস্টার রফিক-উল হকের নাম পাওয়া যায়। রফিক-উল হকের ভাই মঞ্জুর-উল হকের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন- আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাই কোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি এমদাদুল হক আজাদ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর