শিরোনাম
সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ঢাকা ও বগুড়া থেকে দুই জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার নবাবগঞ্জ ও বগুড়ার কাহালু থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- ফরহাদ হোসেন ওরফে সাকিব আল হিযবুল্লাহ ও আবুল হাসান লিটন ওরফে শাহাদাতের নেসা। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদ সংক্রান্ত পুস্তকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার রাতে র‌্যাব-৪ এর পৃথক দুটি টিম তাদের গ্রেফতার করে। র‌্যাব-৪ এর অপারেশন্স অফিসার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, গ্রেফতার ফরহাদ বগুড়ার কাহালু থানার একটি কলেজের ছাত্র। গত ২ বছর ধরে আনসার আল ইসলামের সদস্য হিসেবে কাহালু উপজেলায় কাজ করে আসছে। মোবাইল ফোনে বিভিন্ন গোপন অ্যাপস ব্যবহার করে সংগঠনের উচ্চ পর্যায়ের সদস্যদের সঙ্গে কথোপকথন ও ভার্চুয়াল মিটিংসহ নিয়মিত যোগাযোগ রাখত সে। এছাড়া গ্রেফতার আবুল পেশায় ব্যবসায়ী। গত ৪ বছর ধরে সংগঠনের গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছে সে।

 ‘শাহাদাতের নেশা’ নামে ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি, ভিডিও ও লিফলেট প্রচার করে আসছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর