সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

স্কুল-কলেজ খুলে দেওয়া উচিত

-জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, যখন হাট-বাজার, অফিস-আদালত এবং গণপরিবহনসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে, তখন শুধু শিক্ষাব্যবস্থা বন্ধ করে রাখার কোনো যুক্তি নেই। গতকাল জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে জাতীয় যুব সংহতি আয়োজিত জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি-পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, সব স্কুল-কলেজ খুলে দেওয়া উচিত। যারা স্কুল-কলেজে যেতে চায় তাদের জন্য শিক্ষাব্যবস্থা চালু করতে হবে। যারা প্রচলিত পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে চায় তাদের জন্য পরীক্ষার ব্যবস্থাও করতে হবে। যারা পরিস্থিতিতে স্কুল-কলেজে যেতে চায় না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আবার যারা পরীক্ষায় অংশ নিতে অনিচ্ছুক তাদের জন্য অটোপাসের ব্যবস্থা থাকতে হবে। এভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যতে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।

জটিলতা সৃষ্টি হবে শিক্ষাব্যবস্থায়। আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে এবং ফকরুল আহসান শাহজাদার পরিচালনায় আরও বক্তব্য রাখেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কেন্দ্রীয় নেতা মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, জহিরুল আলম রুবেল, এনাম জয়নাল আবেদীন, মো. ইসহাক ভুইয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর