শিরোনাম
সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনার মধ্যে পরীক্ষা না নেওয়ার দাবি

মেডিকেল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কভিড-১৯ মহামারীকালে স্বাস্থ্যঝুঁকি নিয়ে পরীক্ষায় বসতে অনিচ্ছুক দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেশনজট নিরসন ও যথাসময়ে কোর্স সম্পন্ন করতে বিকল্প ব্যবস্থা হিসেবে পরবর্তী ধাপের ক্লাস অনলাইনে শুরু করার দাবি জানিয়েছেন তারা। এ দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, আগামী মাসের শেষ সপ্তাহে মেডিকেল কলেজগুলোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পেশাগত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে কভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষায় বসতে চান না তারা। এ অবস্থায় সেশনজট নিরসন ও যথা সময়ে কোর্স সম্পন্ন করতে বিকল্প ব্যবস্থা হিসেবে পরবর্তী ধাপের ক্লাস অনলাইনে শুরুর দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে, সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একই দাবিতে মানববন্ধন করেন ওই শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) শর্তানুসারে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অধ্যয়নকালে ৬০ মাসের বেতন পরিশোধ করতে হবে।

 সেক্ষেত্রে করোনা মহামারীর কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পরও বেতন আদায় এবং পরবর্তীতে অতিরিক্ত ক্লাস করানো হলে সে জন্য টাকা আদায় করবে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তাই একদিকে সেশনজট অন্যদিকে অতিরিক্ত বেতন পরিশোধ, পরীক্ষায় অংশগ্রহণ করলে স্বাস্থ্যঝুঁকি-এসব কারণে পরীক্ষা দিতে চান না তারা।

শিক্ষার্থীরা অবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর