সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আদেশ গোপন করে জামিনে বেরিয়ে গেছেন ডিআইজি প্রিজন

হাই কোর্টকে জানাল দুদক

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাই কোর্টের আদেশ গোপন করে ঢাকার বিশেষ জজ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে গেছেন কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) বজলুর রশিদ। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে করা এক আবেদনে এ কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুনানি শেষে জামিনসংক্রান্ত বিচারিক আদালতের নথি দ্রুত সরবরাহ করার নির্দেশনা দিয়েছে হাই কোর্ট। এ ছাড়া ডিআইজি প্রিজনের জামিন বাতিলের বিষয়ে বিচারিক আদালতে আবেদন করতেও দুদককে নির্দেশ দিয়েছে আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা। প্রায় সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডিআইজি প্রিজন বজলুর রশিদকে গত বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন জামিন দেন। ওই দিনই বিকালে তিনি কারাগার থেকে বেরিয়ে যান। এর আগে গত ২২ অক্টোবর একই আদালত এই মামলার অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ডিআইজি প্রিজন বজলুর রশিদ করোনাকালীন হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন। শুনানির পর হাই কোর্ট সেই জামিন আবেদন নামঞ্জুর করে দেয়। কিন্তু হাই কোর্টের এই আদেশ গোপন করে তিনি নি¤œ আদালতে জামিন আবেদন করেন এবং বিচারক সেটি মঞ্জুর করেন। ওই দিনই তিনি কারাগার থেকে বেরিয়ে যান। বিষয়টি দুদক হাই কোর্টের নজরে এনেছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছর ২০ অক্টোবর বজলুর রশিদ ও তার স্ত্রী রাজ্জাকুন নাহারকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে ওই দিনই দুদক পরিচালক মো. ইউসুফের নেতৃত্বে একটি টিম বজলুর রশিদকে গ্রেফতার করে। এরপর ওই দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর