সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জনস্বাস্থ্যের পরিচালককে আদালত অবমাননার নোটিস

নিজস্ব প্রতিবেদক

আদালতের আদেশ অমান্য করে মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পুরুষদের টাকনুর ওপর পোশাক পরা ও নারীদের হিজাব পরার নোটিস দেওয়ায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিমের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস পাঠানো হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াদিয়া জামান জনস্বার্থে এ নোটিস পাঠান। নোটিসে বলা হয়েছে, ২০১০ সালে হাই কোর্টের এক আদেশে বলা আছে, কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। হাই কোর্টের এ আদেশ অমান্য করে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিম ওই প্রতিষ্ঠানের মুসলিম কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পুরুষদের টাকনুর ওপর পোশাক পরা এবং মহিলাদের হিজাব পরার নোটিস দিয়ে আদালত অবমাননা করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। তিন দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

অন্যথায়, এ ঘটনায় আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৮ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, ‘এতদ্বারা ইনস্টিটিউটের সব কর্মকর্তা-কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন মোবাইল/ল্যান্ডফোন বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপর ও মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর