মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সাংবাদিক নির্যাতন বিচ্ছিন্ন ঘটনা নয়

--- ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক নির্যাতন বিচ্ছিন্ন ঘটনা নয়

অপহরণের পর চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ারকে অবর্ণনীয় নির্যাতনের ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আরেকটি হুমকি বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নিখোঁজ হওয়ার তিন দিন পর তাকে খুঁজে পাওয়ায় স্বস্তি প্রকাশ করলেও নির্যাতনে অর্ধমৃত অবস্থায় তাকে ফিরে পাওয়াকে বিচ্ছিন্ন ঘটনা মানতে নারাজ সংস্থাটি। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, গোলাম সরওয়ারের নিখোঁজ এবং নির্যাতনের পর আধমরা অবস্থায় তাকে খুঁজে পাওয়া মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়।

বরং মুক্ত সাংবাদিকতা তথা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধে চলমান হুমকি, ভয়ভীতি ও নির্যাতনের নিষ্ঠুর ধারাবাহিকতা মাত্র। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী উদ্ধারকালে সাংবাদিক গোলাম সারোয়ারের আর্তনাদ ‘ভাই, আমাকে মাইরেন না, আমি আর নিউজ করব না’ শুধুই নির্যাতনে অপ্রকৃতস্থ অসহায় ব্যক্তির স্বগোক্তি নয়। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নির্যাতন এবং সাহসী সাংবাদিকতার কণ্ঠরোধের ভয়াবহ মধ্যযুগীয় বর্বরতার প্রমাণ। গোলাম সারোয়ারের এ আর্তনাদের মধ্য দিয়ে গণমাধ্যমের সার্বিক অবস্থার প্রতিচ্ছবিই যেন ফুটে উঠেছে!

সর্বশেষ খবর