মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
সাংবাদিক সরওয়ার অপহরণ

গণতদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর সদস্য গোলাম সরওয়ারের অপহরণে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় সারা দেশের সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল সিইউজে কার্যালয়ে সংগঠনের নির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ এ হুঁশিয়ারি দেন। সভায় সাংবাদিক গোলাম সরওয়ারকে অপহরণের ঘটনায় একটি গণতদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া অপহরণের শিকার হয়ে নির্যাতিত সাংবাদিক সরওয়ারকে আইনি সহায়তা দিতে তিন সদস্যের আইনজীবী প্যানেল গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আজ দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেবে সিইউজে। পাশাপাশি জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে শিগগিরই সমাবেশ আয়োজনের সিদ্ধান্তও নিয়েছে নির্বাহী কমিটি।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বৈঠকে সিনিয়র সহসভাপতি রতনকান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, যুগ্মসম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের ইউনিট-প্রধান স ম ইব্রাহিম, প্রতিনিধির ইউনিট-প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক, দৈনিক পূর্বকোণ ইউনিটের ডেপুটি চিফ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর