মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জেলা সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের আন্দোলনে উত্তাল সুনামগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রীর উপহার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শান্তিগঞ্জের পরিবর্তে জেলা সদরে স্থাপনের দাবিতে লাগাতার আন্দোলন চলছে। জনতার আন্দোলনে এখন উত্তাল সুনামগঞ্জ।

‘সুনামগঞ্জবাসী’ ও ‘সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে মানববন্ধন, পথসভা, শহীদ মিনারে অবস্থান, মতবিনিময় সভা ও গণস্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি হচ্ছে বিভিন্ন স্থানে। প্রতিটি কর্মসূচিতে দাবির পক্ষে একাত্মতা পোষণ করে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুরুতে জেলা সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে শহরের ট্রাফিক মোড়ে মানববন্ধনের ডাক দেন সদর আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। হাজারো মানুষের অংশগ্রহণে সে মানববন্ধন রূপ নেয় বিশাল জনসভায়।  এলাকাবাসী বলছেন, হাওর অধ্যুষিত প্রান্তিক জেলা সুনামগঞ্জের উন্নয়নে মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, বিআরটিএ অফিস কাম প্রশিক্ষণ কেন্দ্র, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব মহিলা প্রশিক্ষণ কেন্দ্র উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবকটি মেগা প্রকল্পই জেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত এলাকা শান্তিগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সর্বশেষ উপহার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও শান্তিগঞ্জে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন তৎপরতার কারণে শত শত বছরে গড়ে ওঠা হাওরের রাজধানী খ্যাত জল-জোছনার শহর পরিত্যক্ত শহরে পরিণত হবে বলে শঙ্কিত মানুষ। তারা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উদ্দেশে বলেন, সুনামগঞ্জের উন্নয়নে যেসব প্রকল্প প্রধানমন্ত্রী দিয়েছেন, যা কোনো মন্ত্রী-এমপির দান-অনুদান নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। মাননীয় মন্ত্রী আপনার প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি, আপনি শুধু শান্তিগঞ্জের মন্ত্রী নন, আপনি এই সুনামগঞ্জ তথা বাংলাদেশের মন্ত্রী। আমরাও আপনাকে সম্মান করি।

প্রধানমন্ত্রী হাওরের মানুষকে ভালোবেসে যেসব প্রকল্প দেন সেগুলো যাতে নির্দিষ্ট একটি স্থানে নির্মিত না হয় সেদিকে আপনি লক্ষ্য রাখুন। মানুষ আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

জেলা সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের কর্মসূচিতে নিয়মিত থাকছেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনূর আলী, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, হাওর আন্দোলন নেতা সুখেন্দু সেন, সমাজকর্মী আলী হায়দার, আলীনূর, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, জাপা নেতা রশিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ জুবের আহমদ অপু, মানবাধিকার আন্দোলন নেতা ফজলুল হক, সমাজকর্মী আশরাফ শাহীন, শিক্ষক ফারুক রশিদ, ফজলুল করিম সাঈদ, কুদরত পাশা, জাসদ নেতা সালেহীন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ স্বজন প্রমুখ।

এদিকে, সুনামগঞ্জ জেলা সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন।

 

সর্বশেষ খবর