বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আটক ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও কলকাতা প্রতিনিধি

৪২ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতের আসাম রাজ্য সরকার। এরমধ্যে ৩৩ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। সোমবার বৈধ প্রক্রিয়ায় আসামের করিমগঞ্জ জেলার সুতারকান্দি ও বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।  জানা গেছে, বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই তারা অবৈধভাবে বিভিন্ন সময় আসাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। কামরূপ, শিবসাগর, কার্বি আলং, ডিমা হাসাও, গুয়াহাটি, কাছার, করিমগঞ্জ, সোণিতপুর এবং দক্ষিণ সালমারা মানকাচর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল। এরপর গত দুই-তিন বছর রাজ্যের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে তাদের রাখা হয়েছিল। এদের মধ্যে কেউ কেউ বেশ কয়েকবছর ধরে আসামে বসবাস করছিলেন। এ ব্যাপারে করিমগঞ্জ পুলিশ সুপার মায়াঙ্ক কুমার জানান, ‘২-৩ বছর আগে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।

আইনি লড়াই শেষে বৈধ প্রক্রিয়ায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।’

এর আগে গত বছরের মে ও জুলাই মাসে অর্ধশতাধিক মানুষকে বাংলাদেশে ফেরত পাঠায় আসাম সরকার।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে আসামের সীমান্ত বিস্তৃত রয়েছে ২৬৩ কিলোমিটার।

সর্বশেষ খবর