বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
হত্যা মামলায় ফাঁসির আদেশ

প্রতিবাদে খুলনায় বাস শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল হত্যা মামলায় হানিফ পরিবহনের চালক, সুপারভাইজার ও সহকারীর ফাঁসির আদেশ পুনঃবিবেচনার দাবিতে খুলনায় বিক্ষোভ করেছেন মোটর শ্রমিকরা। গতকাল খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন- সংগঠনের সভাপতি কাজী নুরুল ইসলাম বেবী, সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব, ফাঁসির দ-প্রাপ্ত চালকের মা রহিমা বেগম ও বোন শিউলী বেগম। তারা ফাঁসির আদেশ পুনঃবিবেচনার দাবি জানান। জানা যায়, ২০১৮ সালের ২১ জুলাই হানিফ পরিবহনের বাসে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে নিখোঁজ হন পায়েল। ২৩ জুলাই মুন্সীগঞ্জের ভাটেরচর সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার হয়। পরে এ ঘটনায় মামলা হলে বাসের চালক জামাল হোসেন, সুপারভাইজার মো. জনি ও সহকারী ফয়সাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

 গত ১ নভেম্বর ঢাকায় মামলার রায়ে তিনজনকে ফাঁসির আদেশ দেন বিচারক।

সর্বশেষ খবর