বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সরকার মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সরকার মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে। তিনি বলেন, ‘যখন আমরা একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে বাস করছি, যখন এই সরকার একটা দানবের মতো আমাদের মুক্তিযুদ্ধের সব অর্জনকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার জন্য সাদেক হোসেন খোকার মতো নেতার আজ প্রয়োজন ছিল।’ গতকাল বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার স্মরণে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ বক্তব্য রাখেন।

সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য কর্মজীবনের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি আজীবন এক সংগ্রামী মানুষ ছিলেন। তাঁর এই হঠাৎ চলে যাওয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে অনেকখানি ব্যাহত করবে।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই আজ শুধু খোকাকে স্মরণ নয়, তাঁর যে কাজ, তাঁর যে পথচলা, তাঁর যে সংগ্রাম সেগুলোকে সামনে নিয়ে তাঁর মতো সাহসিকতার সঙ্গে এই গণতন্ত্রকে মুক্ত করার চেষ্টা করি, বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করার চেষ্টা করি।’ খোকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমার মনে আছে, তার (সাদেক হোসেন খোকা) মৃত্যুর কিছুদিন আগে আমি নিউইয়র্কে গিয়েছিলাম। সেখানে তিনি কয়েকটা পরামর্শ দিয়েছিলেন যে আপনি কখনো ধৈর্য হারাবেন না। বিএনপির যে সংগ্রাম, গণতন্ত্রের যে সংগ্রাম- এই সংগ্রাম এক দিনে শেষ হবে না, এটা বেশ একটা দীর্ঘস্থায়ী সংগ্রাম।’

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সাদেক হোসেন খোকা সব সময় মুক্তিযুদ্ধের চেতনাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের অত্যন্ত কষ্ট লাগে যে মুক্তিযুদ্ধের চেতনাকে আজকে যারা মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা বলে দাবি করেন, তারাই সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার হত্যা করছেন।’

আ স ম আবদুর রব গেরিলা মুক্তিযোদ্ধা খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘আজকে অনেকে মুক্তিযুদ্ধের কথা বলেন। অথচ তারা মুক্তিযুদ্ধ করেনও নাই, দেখেনও নাই। আমাদের মুক্তিযুদ্ধে গেরিলা যুদ্ধ না হলে কনভেনশন ওয়ারে পাশের দেশের সীমানার মধ্য থেকে যুদ্ধ করলেও বাংলাদেশ স্বাধীন হতো না।’

সর্বশেষ খবর