বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

চার নেতা বঙ্গবন্ধুর সঙ্গে কখনো বেইমানি করেননি : তোফায়েল

ভোলা প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর সঙ্গে কখনো বেইমানি করেননি। তারা ছিলেন সৎ, আদর্শবান ও নিবেদিত নেতা। বঙ্গবন্ধুর অবর্তমানে যখন প্রয়োজন হয়েছে জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন। তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করে ওরা আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল। ওরা জানে না বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যায় না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। গতকাল ভোলায় জেলহত্যা দিবসের আলোচনা সভায় ঢাকার বাসা থেকে টেলিকনফারেন্সে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হয়েছে। এই নেতার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর হত্যার পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়ে আমরা তাঁকে বরণ করেছিলাম। তিনি বাংলাদেশকে আজ উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন।

জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর সভাপতিত্বে অংশ নেন মো. মোশারফ হোসেন, মো. শফিকুল ইসলাম, এনামুল হক আরজু প্রমুখ। সঞ্চালনা করেন মো. আজিজুল ইসলাম। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুসহ সব মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ খবর