বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সংখ্যালঘুদের পিঠ দেয়ালে ঠেকে গেছে : রানা দাশগুপ্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা চালানো হচ্ছে- অভিযোগ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন,  দেশকে সংখ্যালঘু মুক্ত করার ঘৃণ্য চক্রান্ত চলছে। তাই সংখ্যালঘুদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেশে সংখ্যালঘু নিপীড়নের চিত্র তুলে ধরে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ ও গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে মার্চ থেকে সেপ্টেম্বর সাত মাসের ‘সাম্প্রদায়িক চালচিত্র’ তুলে ধরা হয়। এতে বলা হয়, এই সময়ে দেশে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ১৭ জনকে হত্যা, ১০ জনকে হত্যাচেষ্টা, ১১ জনকে হত্যার হুমকি, ৩০ জনকে ধর্ষণ-গণধর্ষণ ও নির্যাতন, ছয়জনকে ধর্ষণচেষ্টা, তিনজন শ্লীলতাহানির কারণে আত্মহত্যা, ২৩ জন সংখ্যালঘু অপহরণের শিকার হয়েছেন।

সর্বশেষ খবর