বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সংসদের লেকে ‘গয়না নৌকা’ ভাসবে আজ

নিজস্ব প্রতিবেদক

সংসদের লেকে ‘গয়না নৌকা’ ভাসবে আজ

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের লেকে আজ থেকে ভাসবে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী দুটি ‘গয়না নৌকা’। এ নৌকা ২৭ ফুট লম্বা এবং পাঁচ ফুট চওড়া। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে দৃষ্টিনন্দন নৌকা দুটি তৈরি করতে প্রায় ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে সংসদ ভবনের লেকে ভাসমান এ নৌকায় সাধারণ মানুষের ওঠার সুযোগ থাকছে না। বাংলাদেশে ভ্রমণে আসা বিদেশি অতিথি ও দেশের ভিআইপি ব্যক্তিরা সংসদ লেকে ভাসমান এ নৌকা দুটিতে ভ্রমণ করতে পারবেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লেকে  নৌকা দুটি ভাসাবেন। প্রসঙ্গত, নৌকা তৈরির আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার ডিজাইন অনুমোদন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আনিসুজ্জামানের ডিজাইন ও তত্ত্বাবধানে নৌকা দুটি তৈরি হয়।

এর আগে প্রখ্যাত শিল্পী হাশেম খান ডিজাইনটি চূড়ান্ত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর