বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা, আহত ৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলা হয়েছে। এ সময় ছয়জনকে কুপিয়ে জখম করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে গাড়িচাপা দিয়ে পুলিশ কর্মকর্তাকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ কাঞ্চন পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর পনির হোসেনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে কাঞ্চনের বিরাব এলাকায় সংঘটিত ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মাহাবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার তারাইলে আধিপত্য বিস্তার নিয়ে প্যানেল মেয়র পনির হোসেন ও আয়নাল হকের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আয়নাল হক, সজীব মিয়া, রবিউল ইসলাম, দুলাল মিয়ার ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান পনির হোসেন। এতে আয়নাল হক, সজীব মিয়া, রবিউল ইসলাম, দুলাল মিয়াসহ ছয়জন গুরুতর আহত হন। পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে পনির হোসেন ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহাবুবুর রহমানের ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করেন। তবে জীবন রক্ষা পেলেও গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পুলিশ পনির হোসেনকে গ্রেফতার করেছে। আহতের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আয়নাল হককে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এবং ইন্সপেক্টর মাহাবুবসহ কয়েকজনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান জানান, হামলার ঘটনা শুনে পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। এ ব্যাপারে পৃথক দুটি মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর