বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রিকন্ডিশন্ড গাড়ির দ্বৈত রেজিস্ট্রেশন বাতিল দাবি

নিজস্ব প্রতিবেদক

আমদানি হওয়া রিকন্ডিশন্ড গাড়ির দ্বৈত রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন-বারভিডা। সংগঠনটি বলেছে, গাড়ি আমদানির পর একবার আমদানিকারকের নামে এবং পরে ক্রেতার নামে রেজিস্ট্রেশনের প্রথা অযৌক্তিক। একই গাড়ির দুবার রেজিস্ট্রেশনের প্রথা বিলুপ্ত করা হোক। এ ছাড়া নিম্নমানের পরিবেশ দূষণকারী গাড়ি আমদানি নিয়ন্ত্রণ এবং রেজিস্ট্রেশন ও ফিটনেস সার্টিফিকেট প্রদানের কাজ দ্রুত করার দাবি জানিয়েছে বারভিডা। গতকাল রাজধানীতে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব দাবি জানান বারভিডা নেতারা।

এতে বক্তব্য দেন বারভিডা সভাপতি আবদুল হক, বিআরটিএ সচিব খন্দকার অলিউর রহমান, পরিচালক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম, বারভিডা মহাসচিব মোহাম্মদ শহীদুল ইসলাম, সহসভাপতি মোহা. সাইফুল ইসলাম সম্রাট, ট্রেজারার মোহাম্মদ আনিছুর রহমান, কালচারাল সেক্রেটারি বেনজির আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর