শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শীতলক্ষ্যার তীরে আরও অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো নারায়ণগঞ্জ শহরের টার্মিনালঘাট থেকে সেন্ট্রাল খেয়াঘাট পর্যন্ত প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্মপরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ, নূর হোসেন, নারায়ণগঞ্জ নৌ      থানার ওসি শহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা। এ ছাড়া একটি এক্সাভেটরসহ উচ্ছেদকর্মী, বিপুলসংখ্যক নৌপুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল বলেন, হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী তীরভূমির অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীকে তার জায়গা ফিরিয়ে দিতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

 এর আগে ৪ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর খেয়াঘাট থেকে টার্মিনালঘাট পর্যন্ত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর