শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আন্দোলনের হুঁশিয়ারি মেডিকেল শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীর মধ্যে প্রফেশনাল পরীক্ষা না দেওয়াসহ চার দাবিতে আন্দোলন করছেন মেডিকেল শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দাবি আদায়ে ৮ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। জানা গেছে, প্রফেশনাল পরীক্ষার ব্যাপারে এদিন নোটিস জারি করবে স্বাস্থ্য অধিদফতর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মেডিকেল শিক্ষার্থী জানান, গতকাল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিন-এর ডিন ডা. শাহরিয়ার নবীর সঙ্গে দেখা করেছেন। তবে তার কাছে আশাব্যঞ্জক কোনো বক্তব্য পাননি মেডিকেল শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে আরও রয়েছে- সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়া ও মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে কর্তৃপক্ষকে এর দায়ভার নেওয়া।

স্বাস্থ্য অধিদফতরের নোটিসে শিক্ষার্থীদের দাবি আদায়ের ব্যাপারে কোনো ঘোষণা না থাকলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান ছাত্র-ছাত্রীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর