শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

সুনামগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। ‘সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ এর আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি জেলার শান্তিগঞ্জে স্থাপনের প্রক্রিয়া চলছে। বক্তারা এ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়টি জেলা সদরে স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর     হস্তক্ষেপ কামনা করেন। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, অ্যাডভোকেট চান মিয়া, এনামুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট রুহুল তুহিন, অ্যাডভোকেট শেরে নূর আলী, অ্যাডভোকেট আবদুল জলিল, ফজলুল হক, জুবের আহমদ অপু, মনির উদ্দিন, সালেহীন চৌধুরী প্রমুখ। পরে সুনামগঞ্জ জেলা সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রবিউল লেইছ রোকেশ, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, রমেন্দ্র কুমার দে মিন্টু, সুখেন্দু সেন, আলী নূর, আলী হায়দার, রশিদ আহমদ, ফারুক রশীদ, আবু সাঈদ, অ্যাভোকেট আলম নূর, অ্যাডভোকেট জাবেদ মোহাম্মদ নূরে আলম, অ্যাডভোকেট মনির মিয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর