শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সংসদ লেকে ভাসল ‘গয়না নৌকা’

নিজস্ব প্রতিবেদক

সংসদ লেকে ভাসল ‘গয়না নৌকা’

সংসদ লেকে ভাসল আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যের অংশ ‘গয়না নৌকা’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে গতকাল আনুষ্ঠানিকভাবে সংসদের সেই লেকে মুজিববর্ষের লোগো খচিত দুটি ‘গয়না নৌকা’ ভাসানো হয়। সংসদ ভবনের এই লেকেই গতকাল বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে মুজিববর্ষের লোগো খচিত ‘গয়না নৌকা’ ভাসানো কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, হুইপ মো. ইকবালুর রহিম ও সামশুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নাহিদ ইজাহার খান এমপি ও সৈয়দা রুবিনা আক্তার এমপি। এতে সভাপতিত্ব করেন সচিব জাফর আহমেদ খান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর