শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রূপপুর পরমাণু বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ শেষ হবে ২০২৩ সালে

জাতীয় কারিগরি কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইনের নির্মাণ কাজ আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। রূপপুর প্রকল্প নিয়ে গঠিত জাতীয় কারিগরি কমিটির ৭ম সভায় এ কথা জানানো হয়। গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এতে সভাপতিত্ব করেন। বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন প্রমুখ। সভার কার্যপত্র থেকে জানা গেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ চুল্লিতে জ্বালানি তথা ইউরেনিয়াম লোড করা হবে। এজন্য রূপপুর থেকে বিদ্যুৎ সঞ্চালনের জন্য লাইন প্রস্তুত থাকার কথা ২০২২ সালের শুরুতেই। যদিও এই সঞ্চালন লাইন নির্মাণ শেষ করতে এ সভায় ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগবে বলে উল্লেখ করে গ্রিড নির্মাণ ও পরিচালনাকারী দেশের একমাত্র কোম্পানি পিজিসিবি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর