শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নতুন করে ৩২৫ জনের সুযোগ সুবিধা বাতিল করছে সরকার

গেজেট ও সনদ বাতিল হওয়া মুক্তিযোদ্ধা

আনিস রহমান

গেজেট ও সনদ বাতিল হওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে আরও ৩২৫ জনের প্রাপ্য সব সুযোগ-সুবিধা বাতিল করেছে সরকার। যারা মুক্তিযোদ্ধা হিসেবে দীর্ঘদিন ধরে আর্থিক সুযোগ-সুবিধাসহ সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করে আসছিলেন। সুযোগ-সুবিধা বাতিল সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে সারা দেশে সংশ্লিষ্ট সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)। গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা পাঠানো হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সরকার গেজেটভুক্ত বিভিন্ন বাহিনীসহ বিভিন্ন পর্যায়ের ২৩৫ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। তারা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে আর্থিক সুবিধাসহ রাষ্ট্রের নানা ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এর আগে গত ৭ জুন সেনাসহ বিভিন্ন বাহিনীর গেজেটভুক্ত এক হাজার ১৮১ সদস্যের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তারা সবাই মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময়ে এসব বাহিনীতে যোগদানকালে               নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে গেজেটভুক্ত হয়েছিলেন। অথচ তাদের গেজেটভুক্তির কোনো নথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে ছিল না। বিভিন্ন বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের বিষয়ে ৭ জুন এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭(ঝ) ধারা অনুযায়ী ২০১৯ সালের ১০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-এর ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্টদের গেজেট বাতিলের এ প্রজ্ঞাপন জারি করা হয়। সূত্র জানায়, নতুন করে যে ৩২৫ জনের আর্থিকসহ সব সুযোগ-সুবিধা বাতলি করা হয়েছে তাদের মধ্যেও বিভিন্ন বাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ ব্যক্তি রয়েছেন। যাদের গেজেট ও সনদ ইতিপূর্বে বাতিল করা হয়েছে। গতকাল সুযোগ-সুবিধা বন্ধ করে নির্দেশনা জারি করা হলো। গতকাল যে ৩২৫ জনের আর্থিক সুবিধাসহ সব ধরনের সুযোগ-সুবিধা স্থায়ীভাবে বাতিল করা হয়েছে তারা হলেন গোপালগঞ্জ, নরসিংদী, গাজীপুর, খুলনা, পিরোজপুর, দিনাজপুর, পটুয়াখালী, নড়াইল, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মাগুরা, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, সিলেট, শরীয়তপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ময়মনসিংহ, পাবনা, ঝিনাইদহ, বরগুনা, ভোলা, যশোর, বগুড়া, ঝালকাঠি, মাদারীপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ঠাকুরগাঁও, গাইবান্ধা এবং ঢাকার বাসিন্দা।

সর্বশেষ খবর