শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
নিষেধাজ্ঞা শিথিল

স্বাভাবিক হচ্ছে ভারত বাংলাদেশ যাতায়াত

বেনাপোল প্রতিনিধি

মহামারী করোনার কারণে বন্ধ হওয়া ভারত-বাংলাদেশ যাতায়াতে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। বর্তমানে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে নতুন মেডিকেল ভিসা ও পুরান বিজনেস ভিসায় বাংলাদেশিরা ভারত যাতায়াত করছেন। এ ছাড়া ভারত থেকেও ইমপ্লয়মেন্ট ও বিজনেস ভিসায় যাত্রীরা আসছেন বাংলাদেশে। তবে শুরু হয়নি টুরিস্ট ভিসায় যাতায়াত। বৃহস্পতিবার মেডিকেল ভিসায় ভারতে গেছেন ২৮৫ জন বাংলাদেশি আর ভারতীয়রা এসেছেন ৪৩ জন। জানা যায়, প্রতিবছর এ পথে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ২৭ লাখ দেশ-বিদেশি যাত্রী যাতায়াত করে থাকেন। এদের কাছ থেকে ভ্রমণকর বাবদ সরকারের রাজস্ব আসে প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। করোনা সংক্রমণ প্রতিরোধে ভারত সরকার গত ১৩ মার্চ বাংলাদেশিদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল। পরবর্তীতে একই নিষেধাজ্ঞায় বন্ধ হয়েছিল ভারতীয়দেরও বাংলাদেশে যাতায়াত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর