শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে সাঁওতাল হত্যাকান্ডের চার বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়। এই দিনটিকে ‘আদিবাসী হত্যা দিবস’ হিসেবে পালন করেন আদিবাসীরা। এ উপলক্ষে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখা। মানববন্ধন থেকে সব আদিবাসী হত্যার দ্রুত বিচার দাবি করা    হয়। পাশাপাশি আদিবাসীদের অধিকার রক্ষায় সরকারের সুদৃষ্টি কামনা করা হয়। বক্তারা বলেন, গাইবান্ধায় পুলিশের গুলিতে তিন সাঁওতাল শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডির হত্যার চার বছর পার হয়ে গেলেও হত্যাকান্ডের বিচার হয়নি। সম্প্রতি পিবিআই অভিযোগপত্রে প্রধান আসামি তৎকালীন এমপি আবুল কালাম আজাদ ও সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলসহ অভিযুক্তদের বাদ দিয়েছে। আদিবাসী-বাঙালিরা রিক্যুইজিশনকৃত বাপ-দাদার জমি এখনো ফেরত পায়নি। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়।

 সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, নগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, রাজশাহী মুক্তিযোদ্ধা বাস্তবায়ন মঞ্চ সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের জেলার সভাপতি রঘুনাথ রবিদাস প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর