রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
মহানবী (সা.)-এর অবমাননা

ইসলামী সংগঠনের প্রতিবাদ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে ইসলামী দল ও সংগঠনগুলোর প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল এসব প্রতিবাদ কর্মসূচি থেকে ফ্রান্সকে ক্ষমা চাওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। 

আহলে সুন্নাতের সমাবেশ : রাজধানীতে সকালে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে বৃহত্তর অরাজনৈতিক (সুন্নি) সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী               মঈনুদ্দিন আশরাফী ফ্রান্সের প্রেসিডেন্টকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। নইলে বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধসহ ৫ দফা আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। কাজী মঈনুদ্দিন আশরাফী বলেন, প্রাণাধিক প্রিয় নবীর (সা.)-এর অপমান কোনো মুসলমান সইবে না। জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। ফরাসি পণ্য বর্জন করতে হবে। ধর্ম অবমাননার দায়ে ফ্রান্স সরকারের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব আনতে হবে। একই সঙ্গে ফ্রান্সের মুসলমানদের ওপর দমন-পীড়ন বন্ধ করে মসজিদসমূহ খুলে দিতে হবে। এ জন্য ওআইসিসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জোরালো হস্তক্ষেপ কামনা করা হয়।

 আরও বক্তব্য রাখেন আল্লামা আবদুল বারী জেহাদী, মহাসচিব আল্লামা সৈয়দ মসিহুদৌল্লা, আল্লামা এম এ মতিন, স উ ম আবদুস সামাদ, মোছাহেব উদ্দিন বখতিয়ার, হাফেজ কাজী আবদুল আলিম রেজভী প্রমুখ। সমাবেশ শেষে পুলিশি পাহারায় বিক্ষোভ মিছিল উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, দৈনিক বাংলা মোড় হয়ে আবার বায়তুল মোকাররমে ফিরে আসে। মুসলিম উম্মাহর সুখ-শান্তি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমমনা ১৩টি ইসলামিক দল : ৫ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামিক দল। সমাবেশে বক্তারা বলেন- ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেনসহ যেসব রাষ্ট্র ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত বাংলাদেশ সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ ছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরিফ তথা ১২ রবিউল আউয়াল শরিফ দিবসকে আন্তর্জাতিক দিবস পালনের উদ্যোগ নিতে হবে। বক্তব্য রাখেন মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, হাফেজ মাওলানা মুহম্মদ আবদুস সাত্তার, মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী প্রমুখ।

ইসলামী সমাজ : রাজধানীর দক্ষিণখান আশকোনায় প্রতিবাদে আয়োজিত সমাবেশে সংগঠনের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলেন, ফ্রান্স ব্যঙ্গচিত্রের মাধ্যমে নৈতিকতা ও মানবতাবিরোধী অপরাধ করেছে।

খেলাফত আন্দোলন : লালবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন বলেছেন, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মুসলমানরা বরদাশত করবে না। মুসলিম উম্মাহ জেগে উঠেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর