রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
৭ নভেম্বরের আলোচনা সভায় বিএনপি

দেশের অর্থনীতি এখন ভঙ্গুর

নিজস্ব প্রতিবেদক

দেশের অর্থনীতি বর্তমানে সবচেয়ে ভঙ্গুর অবস্থায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব বলেন, আজ সমৃদ্ধির যে কথা বলা হচ্ছে- এটা শুধু মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের অর্থনীতি আজ সবচেয়ে ভঙ্গুর অবস্থায়। শুধু তাই নয়, দেশে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে গেছে। সব প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। এ সময় বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার প্রকাশনায় ‘ঐতিহাসিক ৭ নভেম্বর : সিপাহি-জনতার বিপ্লব ও বাংলাদেশের নবজন্ম’ ই-বুকের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুলের সভাপতিত্বে ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পরিচালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, কল্যান পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ বক্তব্য দেন। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকের এ বাংলাদেশ ৭ নভেম্বরের বাংলাদেশ নয়, আজকের এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নয়। আমাদের ৭ নভেম্বরের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় এ দেশের জনগণকে ফিরিয়ে আনতে হবে। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশে ১২ বছর ধরে একটা মিথ্যাচারের রাজনীতি দেখছি। ইতিহাস বিকৃত করে মিথ্যা বলার একটা সংস্কৃতি গড়ে উঠেছে, যা অত্যন্ত দুঃখজনক। ক্ষমতাসীনরা বারবার মিথ্যা কথাগুলোকে সত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছেন গোয়েবলসের মতো। প্রোপাগান্ডার মেশিন এমনভাবে চালিয়েছে সরকার, মনে হয় তারা যা বলছে তা সত্য কথা। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে যারা এই জাতীয়তাবাদী শক্তির মৃত্যু দেখতে চেয়েছিলেন, তাদের ভাবনা সফল হয়নি। ব্যক্তির মৃত্যু হলেও আদর্শ বা চেতনার মৃত্যু হয় না। জিয়াউর রহমান আমাদের কাছে একটি চেতনা। যে চেতনা দেশকে ভালোবাসতে শেখায়, যে চেতনা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের সাহসী করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর