রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

গায়েবি মামলা দিয়ে নেতা-কর্মীদের মাঠছাড়া করার ষড়যন্ত্র চলছে

-এস এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

বাধা সত্ত্বেও ধানের শীষের গণসংযোগ অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের বিএনপি দলীয় প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ধানের শীষের গণজোয়ার দেখে নিজ অফিসে আগুন দিয়ে আওয়ামী লীগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা করে মাঠ ছাড়া করার অপচেষ্টা চালাচ্ছে। ভোটাররা যাতে ভীত হয়ে ভোট কেন্দ্রে না যান, এ জন্যই নানা অপকর্মপরিকল্পনা ও ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র আওয়ামী লীগ প্রার্থী স্থানীয় প্রশাসন ও সিইসিকে দিয়ে করছে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কবরে এস এম জাহাঙ্গীর তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির এ প্রার্থী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছি। ক্ষমতাসীন আওয়ামী লীগের বাধা সত্ত্বেও ভোটারদের কাছে যাচ্ছি এবং যাওয়ার চেষ্টা করছি। ভোটারদের ব্যাপক সাড়া আছে। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর