সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দলের সমর্থন পেতে মাঠে একাধিক মনোনয়নপ্রত্যাশী

বগুড়ায় পৌর নির্বাচনের হাওয়া

আবদুর রহমান টুলু, বগুড়া

বগুড়া শহর বইছে নির্বাচনী হাওয়া। কে হচ্ছেন মেয়র প্রার্থী তা নিয়ে পাড়া মহল্লা থেকে চায়ের কাপে চলছে আলোচনা। যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য ভোটারাও বেশ উৎসাহী। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করছেন। বগুড়া পৌর নির্বাচনে বিএনপি সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করলেও আওয়ামী লীগে এখনো প্রার্থী নির্ধারণ হয়নি। বিএনপি থেকে দুজন প্রচারণা চালালেও আওয়ামী লীগের একাধিক নেতা মাঠে রয়েছেন। বগুড়া পৌরসভার সবশেষ নির্বাচন হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মাহবুবর রহমান বিপুল ভোটে জয়ী হন। আওয়ামী লীগের প্রার্থী ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু। এবার মেয়র পদে আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, বগুড়া পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের নাম শোনা যাচ্ছে। বিএনপি থেকে দলীয়ভাবে জেলা কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাকে সম্ভাব্য প্রার্থী করার ঘোষণা দিয়েছে। ঘোষণার পর থেকে জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ দলের প্রার্থীকে জয়ী করার জন্য সভা-সেমিনার ও কর্মী সমাবেশ করছেন। এদিকে বিএনপি থেকে মনোনয়ন পেতে বগুড়া পৌরসভার চারবার নির্বাচিত কাউন্সিলর জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার মাঠে নেমেছেন। বগুড়া পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ জানান, পৌরসভার যে ভাবে উন্নয়ন করার কথা ছিল সেটা করা হয়নি। বগুড়ার উন্নয়নের জন্য তিনি প্রার্থী হতে চান। বিজয়ী হলে পৌরসভাকে আধুনিক গড়ার লক্ষ্যে কাজ করবেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু জানান, পৌর নির্বাচনের বিষয়ে কেন্দ্র থেকে যেভাবে নির্দেশনা আসবে সেই অনুযায়ী কাজ করব। অনেকেই দলীয় প্রার্থী হতে কাজ করছেন।

 জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ এমপি জানান, পৌর নির্বাচনে বিএনপি থেকে সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাকে প্রার্থী মনোনয়ন করা হয়েছে। ধানের শীষের জয় নিশ্চিত করতে সব সহযোগী সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে। বগুড়া নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানান, আগামী জানুয়ারি মাসে বগুড়া পৌরসভার ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর