সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

লিমনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

অস্ত্র মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সম্পাদক সাইফুল আলম লিমনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। তবে তার সহযোগী সজল দাশের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল শুনানির পর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এই আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাব উদ্দিন আহমেদ বলেন, লিমন ও সজলের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বৃহস্পতিবার মধ্য রাতে লিমনকে নগরীর মেহেদীবাগের বাসা থেকে এবং সজলকে পিস্তলসহ সিআরবি এলাকা থেকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। ২০১৩ সালের ২৪ জুন সিআরবি সাত রাস্তার সামনে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও লিমন অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় যুবলীগকর্মী সাজু পালিত (২৮) ও আরমান (৮) নামে এক শিশু প্রাণ হারায়। এ ঘটনায় করা মামলায় লিমনকে দ্বিতীয় প্রধান আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। সে সময়ও কারাভোগ করেন লিমন। ২০১৫ সালের নভেম্বরে অস্ত্র, গুলিসহ লিমনকে গ্রেফতার করে র‌্যাব। এসব মামলায় লিমন জামিনে থাকলেও তার সহযোগী সজলের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর