সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
কোয়াব ঐক্য পরিষদের অভিযোগ

যাদু ভিশনের অসহযোগিতায় পে-চ্যানেল থেকে বঞ্চিত দর্শক

নিজস্ব প্রতিবেদক

পে-চ্যানেল পরিবেশক যাদু ভিশনের অব্যবসায়িক আচরণ ও অসহযোগিতার কারণে বাংলাদেশের অধিকাংশ ক্যাবল টিভি গ্রাহকরা স্টার গ্রুপের পে-চ্যানেলগুলো দেখতে পারছেন না বলে জানিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ঐক্য পরিষদ। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে কোয়াব নেতারা গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য  দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে বিষয়টি সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, স্টার গ্রুপের পে-চ্যানেলগুলোর বাংলাদেশের পরিবেশক যাদু ভিশন লি. দীর্ঘদিন ধরে ক্যাবল টিভি অপারেটরদের সঙ্গে অব্যবসায়িক আচরণ, অপারেটর কর্তৃক টাকা পরিশোধের প্রাপ্তি রসিদ প্রদানে অসহযোগিতা, সম্পূরক শুল্কের রসিদ প্রদানে অসম্মতি ও বিভিন্নভাবে ক্যাবল টিভি অপারেটরদের হয়রানি করে আসছে। এ সমস্যা সমাধানে গত ২৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে তাদের ৪ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে তারা সমস্যা সমাধানের পদক্ষেপ না নেওয়ায় গত ৪ নভেম্বর সন্ধ্যা থেকে দেশের অধিকাংশ কেবল অপারেটর স¦তঃস্ফূর্তভাবে যাদু ভিশন পরিবেশিত স্টার জলসা, স্টার প্লাস, জলসা মুভিজ, স্টার গোল্ড, ন্যাশনাল জিওগ্রাফিসহ স্টার গ্রুপের চ্যানেলগুলো বন্ধ রেখেছে। এরপরও যাদু ভিশন সংকট নিরসনের পথে হাঁটছে না। উল্টো তাদের একজন ভিনদেশি কর্মচারী বাংলাদেশের একটি ব্যবসায়িক সংগঠনকে নিয়ে সব ক্যাবল অপারেটরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আপত্তিকর এবং মিথ্যা তথ্য প্রদান করে যাচ্ছে। একজন বিদেশি নাগরিকের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ বাংলাদেশি নাগরিকদের জন্য অনভিপ্রেত ও অসম্মানজনক।

সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করে কোয়াব সভাপতি বলেন, প্রায় দুই যুগ ধরে বহু কষ্টে তিলে তিলে গড়ে উঠেছে স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক পরিষেবার ব্যবসা। এই ব্যবসার অবকাঠামোর ওপর নির্ভর করে দেশের ৩৩টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন কার্যক্রম পরিচালনা করছে। করোনা মহামারীর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে কেবল অপারেটররা। মহামারীর কারণে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত পরিষেবা বিল আদায় করতে না পারলেও পরিষেবাটি সচল রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ড থেকে শুরু করে দেশ-বিদেশের তথ্য ও বিনোদন সম্প্রচার চালু রেখেছে এই খাতের ব্যবসায়ীরা। অথচ, যাদু ভিশনের অব্যবসায়িক আচরণ এবং বিদেশি কর্মচারীর আপত্তিকর ও মিথ্যা প্রচারণার কারণে এই খাত সম্পর্কে মানুষ ভুল বার্তা পাচ্ছে। গ্রাহকরাও বিভিন্ন পে-চ্যানেল দেখা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে দেশের ৭৫ থেকে ৮০ ভাগ  কেবল অপারেটর স্টার গ্রুপের চ্যানেলগুলো বন্ধ রাখলেও অল্প কিছু কেবল অপারেটর আমাদের এই যৌক্তিক দাবির বিরুদ্ধাচরণ করছে। আগেও চিহ্নিত এই পক্ষটি কেবল অপারেটরদের সম্মিলিত দাবি-দাওয়ার বিরোধিতা করেছে। সংবাদ সম্মেলনে কোয়াব ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর