সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রিজেন্টের সাহেদের বিরুদ্ধে সিলেটে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বিরুদ্ধে সিলেট আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একজন পাথর ব্যবসায়ীর দায়ের করা মামলার প্রেক্ষিতে গতকাল সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম) আদালতের বিচারক হারুনুর রশিদ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। চলতি বছরের ৪ মার্চ সিলেটের জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী ‘মাওলা স্টোন ক্রাশার মিল’র স্বত্বাধিকারী শামসুল মাওলা ২০ লাখ ৫০ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে তিনটি মামলা দায়ের করেন। করোনা পরিস্থিতিতে কিছুটা বিলম্বের পর গতকাল আলোচিত সেই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম) আদালতের বিচারক হারুনুর রশিদ সেটি নাকচ করে সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুস সাত্তার। মামলার বরাত দিয়ে তিনি জানান, সাহেদ করিম জৈন্তাপুরের শামসুল মওলার কাছ থেকে ৩০ লাখ টাকার পাথর কেনেন। পরে ২০ লাখ ৫০ হাজার টাকার চেক দেন। কিন্তু চেকগুলো ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হলে তিনি আদালতে মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর