সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

৯৯ স্থাপনায় এডিসের লার্ভা, ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা

ডিএনসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ষষ্ঠ দিনে ৯৯টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এডিসের লার্ভা পাওয়ায় এবং অন্যান্য অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ২০টি মামলায় ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উত্তরা অঞ্চলে ১ হাজার ১৫৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৬টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি মামলায় ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মিরপুর-২ অঞ্চলে ২ হাজার ৭২৩টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৮টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শফিউল আজমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মহাখালী অঞ্চলে ১ হাজার ৭১২টি বাড়ি, স্থাপনা পরিদর্শন করে ৩৬টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে চারটি মামলায় ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মিরপুর-১০ অঞ্চলে ১ হাজার ৮১৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ছয়টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। কারওয়ান বাজার অঞ্চলে ২ হাজার ১৬৯টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি মামলায় ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

হরিরামপুর অঞ্চলে ১ হাজার ৩২৩টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৮টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ২টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দক্ষিণখান অঞ্চলে ৮০৪টি স্থাপনা পরিদর্শন করে চারটিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ভাটারা অঞ্চলে ৫১১টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে সাতটিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর