সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

খরচ বাড়ছে ওমরাহর

যাত্রী কমার শঙ্কা এজেন্সি মালিকদের

শফিকুল ইসলাম সোহাগ

পবিত্র ওমরাহ কার্যক্রমে স্বাস্থ্যবিধি মানাসহ সৌদি আরবের কঠোর শর্ত আরোপের ফলে খরচ আগের তুলনায় দ্বিগুণ হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ১৪ দিনের প্যাকেজে ৮০ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে ওমরাহ পালন করা যেত। নতুন শর্তের কারণে ওমরাহ যাত্রীদের জন্য বিমানভাড়া নির্ধারণ, সৌদি আরবে স্বাস্থ্যবিধি অনুযায়ী হোটেল ভাড়া এবং তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ও খাবারসহ নানা কারণে খরচ বাড়বে। মাত্র তিন ঘণ্টার মধ্যে একবার ওমরাহ পালন ও নামাজের সুযোগ পাবেন। সব মিলিয়ে আগের খরচের প্রায় দিগুণ হতে পারে। এদিকে ১ নভেম্বর থেকে ইন্দোনেশিয়াসহ আরব বিশ্বের কয়েকটি দেশের নাগরিকরা ওমরাহর সুযোগ পেলেও এখনো বাংলাদেশিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক ঘোষণা আসবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মু. আ. হামিদ জমাদ্দার জানান, ওমরাহ চালু হলে খরচ অবশ্যই বাড়বে। তবে সবকিছুই নির্ভর করবে সৌদি সরকারের ওপর। এজেন্সির মালিকরা বলছেন, শর্ত মেনে ও আগের চেয়ে বেশি টাকা খরচ করে ওমরাহ পালনে মানুষ আগ্রহী হবেন না। এতে কম হবে ওমরাহ যাত্রী।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর