সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিএনপি নেতারা শুধু নালিশ নিয়েই ব্যস্ত থাকেন

ঢাকা-১৮ আসনে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান বলেছেন, বিএনপি নেতারা সাধারণ জনগণের রাজনীতিতে বিশ্বাস করে না। সারাদিন শুধু নালিশ নিয়েই ব্যস্ত থাকে। নির্বাচনী পরিবেশ যেন কোনোভাবেই কেউ বিঘিœত করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। গতকাল উত্তরা ৫ নং সেক্টরের ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শুরু করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাবিব হাসান বলেন, নির্বাচনে বিজয়ী হতে পারলে আপনাদের সেবক হয়ে সব সমস্যা সমাধানের চেষ্টা করব। ঢাকা-১৮ আসন একটি অত্যাধুনিক মেগা শহরে পরিণত হবে। তিনি বলেন, ৬ নভেম্বর রাতে বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে। আমরা এই ঘটনায় নির্বাচন কমিশনের নিকট সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাবেক সহপ্রচার সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা প্রলয় সমদ্দার বাপ্পি, আবদুল আউয়াল শেখ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সালাউদ্দিন আহমেদ খোকাসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর