মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে বেড়েছে সূচক কমেছে দর

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বেড়েছে সূচক কমেছে দর

সপ্তাহের দ্বিতীয় দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। সূচকের সামান্য উত্থান হলেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। অপর  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক ও লেনদেন উভয় কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় মাত্র ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১২৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৯টির এবং ৮৭টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে মোট ৮৮১ কোটি ৩২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি ৬৫ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৮০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩৫ টাকা ৭০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের লেনদেন হয়েছে ৩৩ কোটি ১৯ লাখ টাকা। ২২ কোটি ৩৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এস এস স্টিল। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ব্র্যাক ব্যাংক, এডিএন টেলিকম, ওয়ালটন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই গতকাল কমেছে ২২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৮৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৪টির এবং ৫৩টির দাম অপরিবর্তিত থাকে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর