মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সিটি করপোরেশনে অন্তর্ভুক্তি চান না আটরা-গিলাতলার বাসিন্দারা

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় যেতে চান না ফুলতলা উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন আটরা-গিলাতলার বাসিন্দারা। তারা বলেছেন, এলাকার মানুষ অধিকাংশই কৃষি ও শিল্প নির্ভর। পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০ হাজারের বেশি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে সিটি করপোরেশন এলাকা হলে তাদের ওপর ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সের ফি বাড়বে; যা ৮০ হাজার জনবহুল এলাকার মানুষের পক্ষে বহন করা সম্ভব হবে না। গতকাল দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে আটরা-গিলাতলা ইউনিয়ন রক্ষা সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।

সংগঠনের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, আটরা-গিলাতলা ইউনিয়নের মানুষ ইউনিয়নেই থাকতে চান।

তারা বাড়তি ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন বাড়তি বোঝা নিতে সিটি করপোরেশনভুক্ত হতে চান না। অথচ এলাকার মানুষের দাবি উপেক্ষা করে তাদের সিটি করপোরেশনে অন্তুর্ভুক্তির প্রস্তাব করা হচ্ছে! তিনি আরও বলেন, ২০ বর্গকিলোমিটার ইউনিয়নে ৬টি মৌজা। এখানের ১ হাজার ৩৫০ হেক্টর জমি কৃষিজ। সরকারি-বেসরকারি ৫৭টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। সাধারণ মানুষ এভাবেই থাকতে চান। তারা কোনোভাবেই সিটি করপোরেশনে যেতে চান না। তাই অবিলম্বে আটরা-গিলাতলা ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বিষয়টি বাতিল করতে হবে। পরে সংগ্রাম কমিটির নেতারা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ খবর