মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
মহানবী (সা.)-কে অবমাননা

সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবিতে বিক্ষোভ

বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে চট্টগ্রামে গতকাল বিক্ষোভ মিছিল হয় -বাংলাদেশ প্রতিদিন

ফ্রান্সে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর   ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তারা সংসদের চলমান অধিবেশনে এই ঘটনার জন্য ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান। পাশাপাশি মুসলিম বিশ্বের প্রতি ফ্রান্সের সঙ্গে কূটনেতিক সম্পর্ক বন্ধ ও দেশটির তৈরি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ। বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, সাংগঠনিক সম্পাদক মাহাবুব এলাহী সিকদার, মিডিয়া কমিটির প্রধান অধ্যক্ষ আবু তালেব বেলাল প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে লালদীঘি চত্বরে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেয়।

 

সর্বশেষ খবর