মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে মাদক মামলায় জসিম উদ্দিন নামে এক যুবককে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। দন্ডিত জসিম উদ্দিন চাঁদপুর জেলার বাকিলা বাজার পাটোয়ারি বাড়ির আবদুল মান্নানের ছেলে। এর সত্যতা নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড থেকে ২০১২ সালের ২৬ অক্টোবর র‌্যাব-৩-এর হাতে ৩৩১ বোতল ফেনসিডিল, ৪৮ ক্যান বিদেশি বিয়ারসহ জসিম গ্রেফতার হন। এ ঘটনায় র‌্যাবের মামলায় আদালত রায় ঘোষণা করেছে। তিনি জানান, জসিমকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করে।

একই আইনের ২২(গ) ধারায় বিদেশি বিয়ার কেনাবেচার অপরাধে তিন বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। জসিমকে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর