মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ভূমি আপিল বোর্ড গঠনের দুটি বিধি অবৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ভূমি আপিল বোর্ড গঠনসংক্রান্ত ১৯৯০ সালের বিধিমালার দুটি বিধিকে অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট। এ বিষয়ে ২০১৬ সালে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির। তিনি বলেন, ভূমি আপিল বোর্ডের মূল আইনে ভূমি আপিল বোর্ড তিন সদস্যের সমন্বয়ে হওয়ার কথা বলা হয়েছে। বোর্ড একসঙ্গে জমিসংক্রান্ত আপিল রিভিউ ও রিভিশন নিষ্পত্তি করবে। কিন্তু ভূমি আপিল বোর্ডের ১৯৯০-এর ৩(২) ও ৩(৩) বিধিতে রিভিউ ও রিভিশন বোর্ডের প্রত্যেক সদস্যের আলাদাভাবে শোনার কথা বলা হয়েছে। যা মূল আইনের পরিপন্থী। এ কারণে আদালত ওই দুটি ধারা অবৈধ ঘোষণা করেছে।

 প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বরে ভূমি আপিল বোর্ড গঠনসংক্রান্ত বিধিমালা ১৯৯০-এর ৩(২) ও ৩(৩) ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। সে রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় দেয় আদালত।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর